দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত - Porikroma News
Connect with us

জাতীয়

দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

Published

on

দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সরকার নিহতদের পরিবার এবং আহতদের জন্য প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করবে বলে বৈঠকে জানানো হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

বৈঠকে বিশেষভাবে সিদ্ধান্ত হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও, আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশব্যাপী সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

Share

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শুরুতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সরকার নিহতদের পরিবার এবং আহতদের জন্য প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করবে বলে বৈঠকে জানানো হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

বৈঠকে বিশেষভাবে সিদ্ধান্ত হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে। সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও, আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশব্যাপী সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

Share