বিমান বিধ্বস্তের সময় কত শিক্ষার্থী ছিল মাইলস্টোনে, জানালেন শিক্ষক - Porikroma News
Connect with us

বাংলাদেশ

বিমান বিধ্বস্তের সময় কত শিক্ষার্থী ছিল মাইলস্টোনে, জানালেন শিক্ষক

Published

on

মাইলস্টোনে বিমানের ধাক্কায় নিহত ৩২
বিমান বিধ্বস্ত হওয়া ঘটনাস্থলের চিত্র। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন সময়ে বিমানটি স্কুলের একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে।

স্কুলটির প্রভাষক মো. রেজাউল হক জানান, ‘দোতলার প্রতিটি শ্রেণিকক্ষে প্রায় ৩০ জন শিক্ষার্থী ক্লাস করছিল। বিমানটি ভবনের মাঝ বরাবর নিচতলার দিকে আঘাত করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিচতলার শিক্ষার্থীরা।’ দুই তলায় মিলে ২০০-এর বেশি শিক্ষার্থী ছিলেন বলে জানান তিনি।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও রাত পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২-এ। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় ২৭ জন নিহতের তথ্য থাকলেও সেখানেও ২৩ জন শিশু রয়েছে।

ঘটনায় আহত হয়েছেন মোট ১৬৫ জন। তাদের মধ্যে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, সিএমএইচসহ অন্তত ১০টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ দাফন করা হয়েছে রাজশাহীতে।

নিহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এখন পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৬টি রাখা হয়েছে সিএমএইচ মর্গে।

Share

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন সময়ে বিমানটি স্কুলের একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে।

স্কুলটির প্রভাষক মো. রেজাউল হক জানান, ‘দোতলার প্রতিটি শ্রেণিকক্ষে প্রায় ৩০ জন শিক্ষার্থী ক্লাস করছিল। বিমানটি ভবনের মাঝ বরাবর নিচতলার দিকে আঘাত করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিচতলার শিক্ষার্থীরা।’ দুই তলায় মিলে ২০০-এর বেশি শিক্ষার্থী ছিলেন বলে জানান তিনি।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও রাত পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২-এ। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় ২৭ জন নিহতের তথ্য থাকলেও সেখানেও ২৩ জন শিশু রয়েছে।

ঘটনায় আহত হয়েছেন মোট ১৬৫ জন। তাদের মধ্যে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল, সিএমএইচসহ অন্তত ১০টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ দাফন করা হয়েছে রাজশাহীতে।

নিহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এখন পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ৬টি রাখা হয়েছে সিএমএইচ মর্গে।

Share