মেক্সিকোতে বাস্কেটবল ম্যাচে সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

মেক্সিকোতে বাস্কেটবল ম্যাচে সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা

Published

on

মেক্সিকোতে বাস্কেটবল ম্যাচে সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা
মেক্সিকো পুলিশ। ফাইল ছবি : এএফপি

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশে এক বাস্কেটবল ম্যাচ চলাকালে সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। শনিবার স্থানীয় সময় একটি স্পোর্টস হলে এ ঘটনা ঘটে। নিহত ইগনাসিও আলেজান্দ্রো রোয়ারো ছিলেন অ্যাপাসিও এল গ্রান্দে নগর পরিষদের সচিব।

স্থানীয় প্রশাসন জানায়, অপেশাদার বাস্কেটবল খেলায় অংশ নিতে গিয়েছিলেন রোয়ারো। খেলা চলাকালে অস্ত্রধারীরা হলের ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

হামলার সময় স্পোর্টস হলে উপস্থিত ছিল অনেক পরিবার ও শিশু। ঘটনার পর একজন সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ।

নগর পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, “ঘৃণ্য ও কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের সহকর্মী ও বন্ধুর মৃত্যুতে আমরা শোকাহত।”

প্রসঙ্গত, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশ সহিংসতার জন্য ber প্রচলিত। সরকারি তথ্য মতে, ২০২৩ সালে এই প্রদেশে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড হয়েছে। এই অঞ্চলে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল ও সান্তা রোজা ডি লিমা গ্যাংয়ের সংঘর্ষই মূলত এসব হত্যাকাণ্ডের পেছনে।

সূত্র: এএফপি

Share

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশে এক বাস্কেটবল ম্যাচ চলাকালে সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। শনিবার স্থানীয় সময় একটি স্পোর্টস হলে এ ঘটনা ঘটে। নিহত ইগনাসিও আলেজান্দ্রো রোয়ারো ছিলেন অ্যাপাসিও এল গ্রান্দে নগর পরিষদের সচিব।

স্থানীয় প্রশাসন জানায়, অপেশাদার বাস্কেটবল খেলায় অংশ নিতে গিয়েছিলেন রোয়ারো। খেলা চলাকালে অস্ত্রধারীরা হলের ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

হামলার সময় স্পোর্টস হলে উপস্থিত ছিল অনেক পরিবার ও শিশু। ঘটনার পর একজন সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ।

নগর পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, “ঘৃণ্য ও কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের সহকর্মী ও বন্ধুর মৃত্যুতে আমরা শোকাহত।”

প্রসঙ্গত, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশ সহিংসতার জন্য ber প্রচলিত। সরকারি তথ্য মতে, ২০২৩ সালে এই প্রদেশে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড হয়েছে। এই অঞ্চলে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল ও সান্তা রোজা ডি লিমা গ্যাংয়ের সংঘর্ষই মূলত এসব হত্যাকাণ্ডের পেছনে।

সূত্র: এএফপি

Share