একই মাঠে মেসি-ইয়ামাল, ভক্তদের স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে! - Porikroma News
Connect with us

খেলাধুলা

একই মাঠে মেসি-ইয়ামাল, ভক্তদের স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে!

Published

on

ইয়ামাল-মেসি দ্বৈরথের অপেক্ষায় বিশ্ব। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বে যুক্ত হতে যাচ্ছে আরেকটি স্মরণীয় অধ্যায়। ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত ফিনালিসিমা ম্যাচে ২০২৫ সালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াইয়ের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি স্বপ্নময় দ্বৈরথ—মেসি বনাম ইয়ামাল!

সম্প্রতি ফিফা কংগ্রেস চলাকালে উয়েফা, কনমেবল, আর্জেন্টিনা ও স্পেন ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা ফিনালিসিমা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। যদিও এখনো ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছিল আর্জেন্টিনা। এবার তাদের প্রতিপক্ষ ইউরো জয়ী স্পেন, যাদের নেতৃত্বে রয়েছেন তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। ফলে সম্ভাব্য এই ম্যাচে দেখা যাবে দুই প্রজন্মের দুই মহাতারকা—মেসি ও ইয়ামালের মুখোমুখি দ্বৈরথ।

এই ম্যাচ শুধু একটি ফাইনাল নয়; এটি হয়ে উঠতে পারে ইতিহাসের সাক্ষী, যেখানে ফুটবলের কিংবদন্তি মেসির সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি করবেন এক ভবিষ্যৎ মহাতারকা।

Share

ফুটবল বিশ্বে যুক্ত হতে যাচ্ছে আরেকটি স্মরণীয় অধ্যায়। ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত ফিনালিসিমা ম্যাচে ২০২৫ সালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের লড়াইয়ের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি স্বপ্নময় দ্বৈরথ—মেসি বনাম ইয়ামাল!

সম্প্রতি ফিফা কংগ্রেস চলাকালে উয়েফা, কনমেবল, আর্জেন্টিনা ও স্পেন ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা ফিনালিসিমা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। যদিও এখনো ভেন্যু ও তারিখ চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছিল আর্জেন্টিনা। এবার তাদের প্রতিপক্ষ ইউরো জয়ী স্পেন, যাদের নেতৃত্বে রয়েছেন তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। ফলে সম্ভাব্য এই ম্যাচে দেখা যাবে দুই প্রজন্মের দুই মহাতারকা—মেসি ও ইয়ামালের মুখোমুখি দ্বৈরথ।

এই ম্যাচ শুধু একটি ফাইনাল নয়; এটি হয়ে উঠতে পারে ইতিহাসের সাক্ষী, যেখানে ফুটবলের কিংবদন্তি মেসির সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি করবেন এক ভবিষ্যৎ মহাতারকা।

Share