খেলাধুলা
বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা মেসি: আইএফএফএইচএস

স্পোর্টস ডেস্ক:
সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্ক যুগ যুগ ধরে। গেল শতাব্দীর শেষ ভাগ থেকে শুরু হওয়া সেই আলোচনায় এবার নতুন মাত্রা যোগ করলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)।
রোববার সংস্থাটি প্রকাশিত এক র্যাংকিংয়ে আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসিকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে। তিনটি বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির পরে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন মেসির স্বদেশি দিয়েগো ম্যারাডোনা। চতুর্থ অবস্থানে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি এখনও বিশ্বকাপের স্বাদ পাননি।
বিশ্বকাপ ইতিহাসে ম্যারাডোনা (১৯৮৬) একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়েছিলেন। ৩৬ বছর পর মেসিও (২০২২) দেশের হয়ে বিশ্বকাপ ট্রফি তুলেন। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুবার ‘গোল্ডেন বল’ জয় করেন তিনি।
সেরা পাঁচে জায়গা পেয়েছেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। এরপর ব্রাজিলের রোনালদো, ফ্রান্সের জিনেদিন জিদান, জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, স্পেন-আর্জেন্টিনার আলফ্রেডো ডি স্তেফানো এবং দশম স্থানে রোনালদিনহো।
বিশ্ব ফুটবলের এই সর্বকালের সেরা দশ নিয়ে শুরু হয়েছে উত্তাপ। বিশেষ করে পেলের তিনবারের বিশ্বকাপ জয়ের পরও দ্বিতীয় অবস্থানে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
তবে মেসি ভক্তরা বলছেন, পরিসংখ্যান, অর্জন ও আধুনিক ফুটবলে ধারাবাহিকতা বিবেচনায় শীর্ষস্থান তারই প্রাপ্য।