বাংলাদেশ
মেঘনায় ট্রলারসহ ১১ জেলে অপহরণ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মোহনায় ডাকাতির পর ট্রলারসহ ১১ জন জেলেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা এরই মধ্যে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে হাতিয়ার ঠেঙ্গাচর এলাকায় সাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। অপহৃতরা সবাই লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন গ্রামের বাসিন্দা।
ট্রলারের মালিক নূর সোলেমানের ভাই নূর আলম মাঝি জানান, তার ভাইসহ ১১ জেলে ট্রলারে মাছ ধরছিলেন। হঠাৎ ডাকাতেরা ট্রলারসহ সবাইকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। একটি নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় আড়তদার ও সাবেক চেয়ারম্যান আব্দুল হালীম আজাদ জানান, বিষয়টি জানার পর নৌপুলিশকে অবহিত করা হয়। তারা বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি।
হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, বিষয়টি জানার পরপরই স্থানীয়দের নিয়ে রাতভর অভিযান চালানো হয়। এখনো অপহৃতদের সন্ধান মেলেনি। অভিযান অব্যাহত রয়েছে।