মাহিরা বিনতে মারুফ (পিউলি) কে কোথাও পাওয়া যাচ্ছে না - Porikroma News
Connect with us

বাংলাদেশ

মাহিরা বিনতে মারুফ (পিউলি) কে কোথাও পাওয়া যাচ্ছে না

Published

on

মাহিরা বিনতে মারুফ (পিউলি) কে কোথাও পাওয়া যাচ্ছে না।

আজকে ২৯ শে জুন সকাল ৮ টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরিক্ষার উদ্দেশ্যে রওনা হয়। তার সেন্টার ছিলো মিরপুর কলেজ এবং তার কলেজ ছিলো গভ: বাংলা কলেজ। সে বাসা থেকে একাই বের হয়েছিলো পরিক্ষার উদ্দেশ্যে কিন্তু সে বাসা থেকে বের হওয়ার পরবর্তী সময় থেকে মিসিং। পরিক্ষার কেন্দ্রেও সে উপস্থিত হতে পারেনি ।

জিডি করা হয়েছে। আমি জিডির কপি কমেন্টে দিয়ে দিচ্ছি। আইনশ্রঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ দয়াকরে আপনারা একটু সহযোগিতা করুন। কোন রকম বিপদ হবার আগে সিসি ফুটেজ দেখে হোক কিংবা যে কোন উপায়েই হোক সহযোগিতা করুন প্লিজ।

ফেইসবুকে যারা এই পোস্ট দেখছেন আপনারা দয়াকরে চোখ কান খোলা রাখিয়েন আর দ্রুত পোস্টটি সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন।

মাহিরার পরিবারের সাথে যোগাযোগের নাম্বার- 01789510450

Share

আজকে ২৯ শে জুন সকাল ৮ টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরিক্ষার উদ্দেশ্যে রওনা হয়। তার সেন্টার ছিলো মিরপুর কলেজ এবং তার কলেজ ছিলো গভ: বাংলা কলেজ। সে বাসা থেকে একাই বের হয়েছিলো পরিক্ষার উদ্দেশ্যে কিন্তু সে বাসা থেকে বের হওয়ার পরবর্তী সময় থেকে মিসিং। পরিক্ষার কেন্দ্রেও সে উপস্থিত হতে পারেনি ।

জিডি করা হয়েছে। আমি জিডির কপি কমেন্টে দিয়ে দিচ্ছি। আইনশ্রঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ দয়াকরে আপনারা একটু সহযোগিতা করুন। কোন রকম বিপদ হবার আগে সিসি ফুটেজ দেখে হোক কিংবা যে কোন উপায়েই হোক সহযোগিতা করুন প্লিজ।

ফেইসবুকে যারা এই পোস্ট দেখছেন আপনারা দয়াকরে চোখ কান খোলা রাখিয়েন আর দ্রুত পোস্টটি সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন।

মাহিরার পরিবারের সাথে যোগাযোগের নাম্বার- 01789510450

Share