বাংলাদেশ
আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন অভিনেত্রী মারিয়া মিম

সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে ৯ জন তারকার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসেন। এতে ক্ষোভ প্রকাশ করে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম।
নোটিশে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নীলা এবং মডেল আলিশা।
মারিয়া মিম গণমাধ্যমকে জানান, “আমরা কোনো অন্যায় করিনি। মাঠে খেলার সময় আমরা নির্ধারিত পোশাকেই ছিলাম। প্র্যাকটিস বা ব্যক্তিগত সময়ের ছবি যদি কেউ মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছড়ায়, তবে দোষ সেই ব্যক্তির—not ours।”
তিনি আরও বলেন, “আইনজীবী জাকির হোসেন ভাইরাল হওয়ার জন্যই এই লিগ্যাল নোটিশ দিয়েছেন। এতে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এমনকি আমার পুরনো ক্লিপগুলো আবার ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যা আমাকে সমস্যায় ফেলছে। তাই আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করবো।”
মারিয়া মিমের দাবি, যারা ভিডিও ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নির্দোষ সেলিব্রেটিদের বিরুদ্ধে নোটিশ পাঠিয়ে আইনজীবী দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন।