আন্তর্জাতিক
মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টার আম উপহার

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুকে বাংলাদেশের প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে এই উপহার হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্মসচিব বাদুরা সাইদ উপহার গ্রহণ করেন এবং মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এই উপহার বাংলাদেশের সংস্কৃতির সৌহার্দ্যপূর্ণ দিক এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আন্তরিক প্রয়াসের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।