আন্তর্জাতিক
মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ভিসা জালিয়াতির মাধ্যমে সারাওয়াক রাজ্যে প্রবেশের সময় ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
সোমবার (২৮ জুলাই) কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (KIA) মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (GIM) ও সারাওয়াক মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট ইউনিট (UPPKP) যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, ওই ১৫ বাংলাদেশি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে সারাওয়াকে পৌঁছান। তবে তদন্তে দেখা গেছে, তাদের পাসপোর্টে থাকা অভিবাসন স্ট্যাম্প জাল এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন সিস্টেমে তাদের কোনো রেকর্ড নেই।
জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, বাংলাদেশে একটি চক্র তাদের কাছ থেকে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ১৮-২০ হাজার রিংগিত করে আদায় করেছে। এই ঘটনায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় মামলা হচ্ছে এবং আটককৃতদের সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।