আন্তর্জাতিক
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার কুয়ানতান শহরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে কুয়ানতান-কুয়ালালামপুর মহাসড়কের একটি পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন গাড়িচালক মো. সাব্বির হাসান (৩০), যাত্রী মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতরা হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসু (৪০)। তাদের কুয়ানতানের টেংকু আমপুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারনামা বার্তা সংস্থার বরাতে কুয়ানতান জেলার ভারপ্রাপ্ত পুলিশপ্রধান মোহাম্মদ আদলি মাত দাউদ জানিয়েছেন, টয়োটা অ্যাভাঞ্জা মডেলের গাড়িটি কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
মালয়েশিয়ার পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকেও এ বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানা গেছে।