মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসার সুখবর - Porikroma News
Connect with us

বাংলাদেশ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসার সুখবর

Published

on

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসার সুখবর
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য এসেছে বড় সুখবর। দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়া সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানায় হাইকমিশন। একই সঙ্গে জানানো হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোয় এ বিষয়ে নোটিফিকেশনও পাঠানো হয়েছে।

এতে করে মালয়েশিয়ায় কর্মরত হাজার হাজার বাংলাদেশি কর্মীর যাতায়াত ও ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর দাবি জানানো হচ্ছিল। অবশেষে সরকারিভাবে তা বাস্তবায়নের ঘোষণা এল।


Share

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য এসেছে বড় সুখবর। দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই মালয়েশিয়া সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানায় হাইকমিশন। একই সঙ্গে জানানো হয়, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোয় এ বিষয়ে নোটিফিকেশনও পাঠানো হয়েছে।

এতে করে মালয়েশিয়ায় কর্মরত হাজার হাজার বাংলাদেশি কর্মীর যাতায়াত ও ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর দাবি জানানো হচ্ছিল। অবশেষে সরকারিভাবে তা বাস্তবায়নের ঘোষণা এল।


Share