বাংলাদেশ
আরও এক শিক্ষার্থীর মৃত্যু মাইলস্টোন দুর্ঘটনায়

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরও এক শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভূঁইয়া মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫২ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
মাহতাব ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তিনি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং চিকিৎসাধীন রয়েছেন ১৬৫ জন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন, যেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। সিএমএইচ-এ মৃত্যু হয়েছে আরও ৯ জনের। সব মিলিয়ে দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।