Connect with us

আন্তর্জাতিক

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

Published

on

উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, এবং সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিয়ে আলোচনা হয়। মাহফুজ আলম জানান, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একাধিক প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হয়েছে এবং আরও কিছু প্রকল্প ৫ আগস্ট উপলক্ষে প্রস্তুত হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উপদেষ্টা বলেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না এবং স্বাধীনতা রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের উন্নতি ইতিবাচক। তিনি গণমাধ্যম উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুটও উপস্থিত ছিলেন।

Share

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, এবং সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিয়ে আলোচনা হয়। মাহফুজ আলম জানান, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একাধিক প্রামাণ্যচিত্র ও প্রকাশনা তৈরি করা হয়েছে এবং আরও কিছু প্রকল্প ৫ আগস্ট উপলক্ষে প্রস্তুত হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উপদেষ্টা বলেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না এবং স্বাধীনতা রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের উন্নতি ইতিবাচক। তিনি গণমাধ্যম উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি এলি বুটও উপস্থিত ছিলেন।

Share