অপরাধ
সরকারি কর্মকর্তাদের হুমকি, ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহবুবুর কারাগারে

সিলেটের ওসমানীনগরে সরকারি কর্মকর্তাদের হুমকি ও সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে মো. মাহবুবুর রহমান নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ওসমানীনগর শাখার আহ্বায়ক পরিচয় দেন।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ওসমানীনগর উপজেলা ভূমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের হুমকি দেওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের সামনে দোষ স্বীকার করলে বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসনের বরাতে জানা গেছে, মাহবুবুর রহমান অনিয়মতান্ত্রিকভাবে জমির নামজারি করতে চাপ সৃষ্টি করছিলেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘কাজ না করলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করবো, ভাঙচুর করবো।’ তিনি জানান, ডা. আব্দুল লতিফ ও আমান আহমদের প্ররোচনায় তিনি এই কাজ করেছেন।
বিশ্বনাথ উপজেলার ইউএনও জয়নাল আবেদীন বলেন, “আসামি ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করেছে। ফলে তাকে তাৎক্ষণিক কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।”