বাংলাদেশ
বরগুনায় মাদ্রাসা মাঠে ইউপি সদস্যের বীজতলা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছিএনএ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদ্রাসা মাঠে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে বীজতলা। শিক্ষার্থীরা মাঠ ব্যবহার করতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছেন তারা। পাশাপাশি অভিভাবক ও স্থানীয়রাও বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন।
এ বিষয়ে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, “বীজতলা আমাদের এলাকার এক কৃষক আল-আমিন করেছে। সে বিপদে পড়ায় আমি অনুমতি দিয়েছি।” তবে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, “মাঠে বীজতলা তৈরি করার বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি বা অনুমতি নেয়নি।”
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, “বিষয়টি আমি এখন জানলাম, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”