বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেছেন, যারা আগে মাদক ব্যবসা করতো, তারা এখনও করছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে আরও দায়িত্বশীল হতে হবে।
সোমবার (৩০ জুন) বিকেলে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল ইসলাম ফিরোজ আরও বলেন, বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে মাদক ব্যবসায়ীদের ধরতে সহযোগিতা করা হবে।
তিনি অভিযোগ করেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। কোনো মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই কালীগঞ্জে হবে না।
বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার নিমতলা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জবেদ আলী ও মোহাম্মদ আলী জিন্নাহ।