দুর্ঘটনা
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রামে মুরগির খামারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জোসনা খাতুন (৫০) ও তার ছেলে মো. বিপ্লব সরদার (৩৩)।
প্রতিবেশীরা জানান, বিকেলে বিপ্লব নিজের জমিতে পাওয়ার ট্রাক্টর দিয়ে চাষ করার পর সেটি নিয়ে মুরগির খামারে প্রবেশ করেন। এ সময় বিদ্যুতের একটি তার ট্রাক্টরে জড়িয়ে পড়ে। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে যান।
খবর পেয়ে তার মা জোসনা খাতুন ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরেন এবং তাকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান। মা-ছেলের এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের আত্মীয়রা জানান, বিকেল পর্যন্ত বিপ্লব চাষ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে ছুটে এসে দেখেন বিপ্লব ও তার মা নিথর পড়ে আছেন। বাবাকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন হাবিল সরদার।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল রব তালুকদার জানান, এটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা হওয়ায় পোস্টমর্টেম ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।