স্বাধীনতা-সার্বভৌমত্বে আপোষ নয়: লুৎফুজ্জামান বাবর - Porikroma News
Connect with us

রাজনীতি

স্বাধীনতা-সার্বভৌমত্বে আপোষ নয়: লুৎফুজ্জামান বাবর

Published

on

স্বাধীনতা-সার্বভৌমত্বে আপোষ নয়: লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করবেন না। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা মানতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

বাবর অভিযোগ করে বলেন, আওয়ামী সরকার তার ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তারেক রহমান দলের প্রতিটি শাখা-প্রশাখাকে শক্তিশালী করেছেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো অপশক্তির সঙ্গে আপোষ করবেন না। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা মানতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

বাবর অভিযোগ করে বলেন, আওয়ামী সরকার তার ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তারেক রহমান দলের প্রতিটি শাখা-প্রশাখাকে শক্তিশালী করেছেন।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share