খেলাধুলা
অভিষেকে ইতিহাস গড়লেন প্রিটোরিয়াস, একের পর এক রেকর্ড

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন তারকা হয়ে উঠলেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেট মাতিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বাজিমাত করলেন এই ১৯ বছরের বাঁহাতি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ায়ো টেস্টে অভিষেকেই ঝড় তোলেন প্রিটোরিয়াস। দলের ২৩ রানে ৩ উইকেট পড়া অবস্থায় নামেন ব্যাটিংয়ে। কঠিন পরিস্থিতিতে স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৬০ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
এই ইনিংসে ১১টি চার আর ৪টি ছক্কা হাঁকান। বয়স মাত্র ১৯ বছর ৯৩ দিন। টেস্ট ইতিহাসে এত কম বয়সে অভিষেকে ১৫০ রানের ইনিংস কখনো হয়নি। ৪৯ বছরের পুরনো পাকিস্তানি কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভেঙে দেন প্রিটোরিয়াস।
এছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে অভিষেকে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান এখন প্রিটোরিয়াস। সব মিলিয়ে দেশের ইতিহাসেও কনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি, গ্রায়েম পোলকের ১৯৬৪ সালের রেকর্ড ভেঙে।
শুধু তাই নয় — ১১২ বলে শতরান, যা দক্ষিণ আফ্রিকার অভিষেকে দ্রুততম। আর ১৫৭ বলে ১৫০ রান, দেশের দ্রুততম দেড়শ। বিশ্ব ক্রিকেটে অভিষেকে দ্রুততম দেড়শ রানের ইনিংসে শিখর ধাওয়ানের পর দ্বিতীয়।
২০২৪ সালে প্রথম শ্রেণির অভিষেকেও সেঞ্চুরি করেছিলেন প্রিটোরিয়াস। টেস্ট অভিষেকেও সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়লেন। দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে ৯৫ রানের জুটি গড়ে ১৯৯২ সালের রেকর্ডও ভেঙেছেন।
নিঃসন্দেহে লুয়ান-ড্রে প্রিটোরিয়াস দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন আশার নাম।