আন্তর্জাতিক
লস অ্যাঞ্জেলেসে নাইটক্লাবের বাইরে গাড়িচাপায় আহত ৩৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে একটি নাইটক্লাবের বাইরে ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে অন্তত ৩৭ জনকে আহত করেন এক ব্যক্তি। অভিযুক্তের নাম ফার্নান্দো রামিরেজ যিনি অরেঞ্জ কাউন্টির সান ক্লেমেন্টে এলাকার বাসিন্দা।
ঘটনাটি ঘটে শনিবার ভোরে লস অ্যাঞ্জেলেসের জনপ্রিয় নাইটক্লাব ‘দ্য ভারমন্ট হলিউড’-এর সামনে। অনুষ্ঠান শেষে লোকজন যখন বাইরে বের হচ্ছিলেন তখন রামিরেজ গাড়ি চালিয়ে সোজা জনতার মধ্যে ঢুকে পড়েন। ফলে মুহূর্তেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান রামিরেজের বিরুদ্ধে ৩৭টি হত্যাচেষ্টা ও ৩৭টি মারাত্মক অস্ত্র (গাড়ি) ব্যবহার করে হামলার অভিযোগ আনা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮ জনের শরীরে গুরুতর আঘাতের প্রমাণ মিলেছে।
আহতদের অনেকে হাড় ভাঙা ও কাটা ছেঁড়ার মতো গুরুতর চোট পেয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ঘটনার পর রামিরেজকে উপস্থিত জনতা মারধর করে এবং তার শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়। তবে কে গুলি করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারী পায়ে হেঁটে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
রামিরেজের অতীতে একাধিক সহিংসতার রেকর্ড রয়েছে। তার বিরুদ্ধে গ্যাং-সংশ্লিষ্টতা, বর্ণবিদ্বেষমূলক হামলা এবং পারিবারিক সহিংসতার মামলা রয়েছে। বর্তমানে তিনি জামিন ছাড়াই কারাগারে আছেন এবং বুধবার তাকে আদালতে হাজির করা হবে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল এই ঘটনাকে অলৌকিকভাবে প্রাণহানিহীন বলে উল্লেখ করেছেন।