জাতীয়
ইশরাককে মেয়র করার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে বাধা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে বাধা দিয়েছে পুলিশ। শনিবার (১৭ মে) সাড়ে ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি গুলিস্তান ও পল্টন হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষাভবন মোড়ে বাধা দেওয়া হয়।
পুলিশের ব্যারিকেডে আটকে আন্দোলনকারীরা নগর ভবনের সামনে ফিরে এসে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
মিছিল থেকে বলা হয়— ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’, ‘অবিলম্বে শপথ চাই’, ‘শপথে টালবাহানা চলবে না’ ইত্যাদি।
ইশরাকের সমর্থক হাজারো মানুষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে এই কর্মসূচিতে যোগ দেন। নগর ভবনের গেট বন্ধ করে সাধারণ কর্মচারীরাও কর্মসূচিতে একাত্মতা জানান, ফলে সেবাপ্রার্থী ও কর্মকর্তারা কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
নেতাকর্মীরা অভিযোগ করেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না, যা জনগণের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পুরান ঢাকার আরিফুল ইসলাম বলেন, “নগরবাসী চরম দুর্ভোগে আছে, মেয়র না থাকায় সেবা নেই। আমরা ভোট দিয়েছি, এখন দায়িত্ব বুঝিয়ে দিন।”
বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। যদিও এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার আগেই গেজেট প্রকাশ করা হয় বলে সমালোচনা শুরু হয়।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা আপিল করবে না বলে স্থানীয় সরকার বিভাগকে জানিয়ে দিয়েছে। এরপরও শপথ না হওয়ায় ক্ষোভ বাড়ছে ইশরাকপন্থী নেতাকর্মীদের মধ্যে।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।