১০ বছর খেলেও ধারাবাহিক নন লিটন - Porikroma News
Connect with us

খেলাধুলা

১০ বছর খেলেও ধারাবাহিক নন লিটন

Published

on

১০ বছর খেলেও ধারাবাহিক নন লিটন
ফাইল ছবি

২০১৫ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তাকে ঘিরে যেমন প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি। দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও তিনি এখনো ধারাবাহিকতা খুঁজে পাননি, যা নিয়ে হতাশ জাতীয় দলের সাবেক তারকারা।

সাম্প্রতিক ওয়ানডে পরিসংখ্যানে দেখা যায়, সবশেষ ৮ ইনিংসে লিটনের রান ৬, ১*, ০, ০, ২, ৪, ০ ও ০—মোট ১৩ রান। একজন টপ অর্ডার ব্যাটসম্যানের এমন ব্যর্থতা দলের ব্যাটিং লাইনআপে নেতিবাচক প্রভাব ফেলছে।

টি-টোয়েন্টি ও টেস্টেও একই চিত্র। শ্রীলংকা সফরের শেষ টি-টোয়েন্টিতে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেললেও তার আগের ইনিংসগুলো ছিল ৬, ২২ ও ৬ রান। গল টেস্টে ৯০ রানের একটি ইনিংস খেললেও পরের তিন ইনিংসে তার রান ৩, ৩৪ ও ১৪।

গত আগস্ট থেকে এখন পর্যন্ত ১০ ইনিংসে লিটনের কোনো ফিফটি নেই। এর মধ্যে চারবার তিনি আউট হয়েছেন ১ রানে। এমন পারফরম্যান্সে হতাশ সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।

পাইলট বলেন, “লিটন অসাধারণ স্কিলফুল প্লেয়ার। কিন্তু সমস্যা হচ্ছে মানসিক দিক থেকে। ক্যালকুলেশন, শট সিলেকশন—সব মাথার ভেতরে। ১০ বছর ধরে খেলছে, কিন্তু এখনো ধারাবাহিক নয়।”

তিনি আরও বলেন, “লিটন গ্রেট প্লেয়ার হতে পারে, কিন্তু আমার মতে সে তার সামর্থ্যের ৫০ শতাংশও দিতে পারেনি এই দশ বছরে।”

জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের কাছে সমর্থক ও বিশ্লেষকেরা এখন ধারাবাহিকতার প্রতীক্ষায়।

Share

২০১৫ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই লিটন কুমার দাস বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তাকে ঘিরে যেমন প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি। দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও তিনি এখনো ধারাবাহিকতা খুঁজে পাননি, যা নিয়ে হতাশ জাতীয় দলের সাবেক তারকারা।

সাম্প্রতিক ওয়ানডে পরিসংখ্যানে দেখা যায়, সবশেষ ৮ ইনিংসে লিটনের রান ৬, ১*, ০, ০, ২, ৪, ০ ও ০—মোট ১৩ রান। একজন টপ অর্ডার ব্যাটসম্যানের এমন ব্যর্থতা দলের ব্যাটিং লাইনআপে নেতিবাচক প্রভাব ফেলছে।

টি-টোয়েন্টি ও টেস্টেও একই চিত্র। শ্রীলংকা সফরের শেষ টি-টোয়েন্টিতে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেললেও তার আগের ইনিংসগুলো ছিল ৬, ২২ ও ৬ রান। গল টেস্টে ৯০ রানের একটি ইনিংস খেললেও পরের তিন ইনিংসে তার রান ৩, ৩৪ ও ১৪।

গত আগস্ট থেকে এখন পর্যন্ত ১০ ইনিংসে লিটনের কোনো ফিফটি নেই। এর মধ্যে চারবার তিনি আউট হয়েছেন ১ রানে। এমন পারফরম্যান্সে হতাশ সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।

পাইলট বলেন, “লিটন অসাধারণ স্কিলফুল প্লেয়ার। কিন্তু সমস্যা হচ্ছে মানসিক দিক থেকে। ক্যালকুলেশন, শট সিলেকশন—সব মাথার ভেতরে। ১০ বছর ধরে খেলছে, কিন্তু এখনো ধারাবাহিক নয়।”

তিনি আরও বলেন, “লিটন গ্রেট প্লেয়ার হতে পারে, কিন্তু আমার মতে সে তার সামর্থ্যের ৫০ শতাংশও দিতে পারেনি এই দশ বছরে।”

জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের কাছে সমর্থক ও বিশ্লেষকেরা এখন ধারাবাহিকতার প্রতীক্ষায়।

Share