লিবিয়ায় মানবপাচারকারীদের হাত থেকে শতাধিক অভিবাসী উদ্ধার - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

লিবিয়ায় মানবপাচারকারীদের হাত থেকে শতাধিক অভিবাসী উদ্ধার

Published

on

লিবিয়ায় মানবপাচারকারীদের হাত থেকে শতাধিক অভিবাসী উদ্ধার
ফাইল ছবি : আলজাজিরা

লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া শহরে মানবপাচারকারীদের হাতে জিম্মি থাকা শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন লিবিয়ার অ্যাটর্নি জেনারেল।

বিবৃতিতে বলা হয়, পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে পাঁচ নারীসহ অভিবাসীদের আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল। এছাড়া মুক্তিপণের দাবিতে জিম্মিদের ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে। অভিযানে পাচারকারী চক্রের লিবিয়া, সুদান ও মিসরের পাঁচ সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়েছে।

তবে আটক হওয়া অভিবাসনপ্রত্যাশীরা কবে থেকে বন্দি ছিলেন এবং তারা কোন দেশের নাগরিক — সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সংঘাত, দারিদ্র্য ও ক্ষুধার কারণে বহু মানুষ ইউরোপে পাড়ি দিতে গিয়ে লিবিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে অনেকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কুফরা শহরের পার্শ্ববর্তী মরুভূমি থেকে ২৮ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর দক্ষিণ-পূর্ব জিলখারা অঞ্চলে পাওয়া যায় আরও একটি গণকবর।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত লিবিয়ায় প্রায় ৮ লাখ ২৫ হাজার অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছে।

Share

লিবিয়ার পূর্বাঞ্চলের আজদাবিয়া শহরে মানবপাচারকারীদের হাতে জিম্মি থাকা শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন লিবিয়ার অ্যাটর্নি জেনারেল।

বিবৃতিতে বলা হয়, পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে পাঁচ নারীসহ অভিবাসীদের আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিল। এছাড়া মুক্তিপণের দাবিতে জিম্মিদের ওপর শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে। অভিযানে পাচারকারী চক্রের লিবিয়া, সুদান ও মিসরের পাঁচ সন্দেহভাজন সদস্যকে আটক করা হয়েছে।

তবে আটক হওয়া অভিবাসনপ্রত্যাশীরা কবে থেকে বন্দি ছিলেন এবং তারা কোন দেশের নাগরিক — সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সংঘাত, দারিদ্র্য ও ক্ষুধার কারণে বহু মানুষ ইউরোপে পাড়ি দিতে গিয়ে লিবিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। মানবপাচারকারীদের খপ্পরে পড়ে অনেকে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কুফরা শহরের পার্শ্ববর্তী মরুভূমি থেকে ২৮ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর দক্ষিণ-পূর্ব জিলখারা অঞ্চলে পাওয়া যায় আরও একটি গণকবর।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত লিবিয়ায় প্রায় ৮ লাখ ২৫ হাজার অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছে।

Share