লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২ - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২

Published

on

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১২
ফাইল ছবি : এএফপি

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। নিহতদের মধ্যে ৭ জনই সিরীয় নাগরিক।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালানো হয়েছে। এই লক্ষ্যগুলোর মধ্যে ছিল হিজবুল্লাহর প্রশিক্ষণকেন্দ্র, অস্ত্র মজুদ এবং পরিকল্পনা ঘাঁটি।

লেবাননের এনএনএ জানায়, বেকা উপত্যকার ওয়াদি ফারা এলাকায় বাস্তুচ্যুত সিরীয়দের একটি ক্যাম্পে হামলা হলে ১২ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলাকে হিজবুল্লাহ এবং লেবানন সরকারের উদ্দেশে ‘স্পষ্ট বার্তা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা প্রতিটি সন্ত্রাসীকে আঘাত করব এবং ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষা করব।’

উল্লেখ্য, গত নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহর যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। এরমধ্যে ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান ফোর্স’ পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে এবং এই হামলায় তাদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধবিরতির পরও সংঘর্ষ, হামলা ও উত্তেজনা বাড়ছে। এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়িয়ে তুলছে।


Share

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। নিহতদের মধ্যে ৭ জনই সিরীয় নাগরিক।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালানো হয়েছে। এই লক্ষ্যগুলোর মধ্যে ছিল হিজবুল্লাহর প্রশিক্ষণকেন্দ্র, অস্ত্র মজুদ এবং পরিকল্পনা ঘাঁটি।

লেবাননের এনএনএ জানায়, বেকা উপত্যকার ওয়াদি ফারা এলাকায় বাস্তুচ্যুত সিরীয়দের একটি ক্যাম্পে হামলা হলে ১২ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হয়।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলাকে হিজবুল্লাহ এবং লেবানন সরকারের উদ্দেশে ‘স্পষ্ট বার্তা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা প্রতিটি সন্ত্রাসীকে আঘাত করব এবং ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষা করব।’

উল্লেখ্য, গত নভেম্বরে হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হিজবুল্লাহর যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। এরমধ্যে ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান ফোর্স’ পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে এবং এই হামলায় তাদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধবিরতির পরও সংঘর্ষ, হামলা ও উত্তেজনা বাড়ছে। এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়িয়ে তুলছে।


Share