সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

Published

on

সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা
লক্ষ্মীপরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা। ছবি : কালবেলা

দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর থেকে জকসিন সড়ক সংস্কার না করায় সড়ক ও জনপথ (সওজ) অফিসের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপথ অফিসের সামনে সর্বস্তরের মানুষ ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্যসচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইনসহ অনেকে।

বক্তারা বলেন, লক্ষ্মীপুর-জকসিন সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় যানবাহন চলাচল ও পথচারীদের চলাফেরা দুর্বিষহ হয়ে উঠেছে। সওজের নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সড়ক সংস্কার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে জানতে সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


Share

দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর থেকে জকসিন সড়ক সংস্কার না করায় সড়ক ও জনপথ (সওজ) অফিসের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী সড়ক ও জনপথ অফিসের সামনে সর্বস্তরের মানুষ ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্যসচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইনসহ অনেকে।

বক্তারা বলেন, লক্ষ্মীপুর-জকসিন সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা রাস্তায় যানবাহন চলাচল ও পথচারীদের চলাফেরা দুর্বিষহ হয়ে উঠেছে। সওজের নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সড়ক সংস্কার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এ বিষয়ে জানতে সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


Share