অপরাধ
লালমনিরহাটে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, রিকশাচালক গ্রেপ্তার

লালমনিরহাট শহরে বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে মেয়েটির মা লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন। মামলায় আশিদুল হক ওরফে রাশেদুল (৩৫) নামের এক রিকশাচালককে একমাত্র আসামি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের একটি জঙ্গলের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেয়েটির গোঙানির শব্দ পেয়ে আশপাশের কয়েকজন ঘটনাস্থলে গিয়ে আশিদুলকে হাতেনাতে আটক করে। পরে পুলিশ এসে অভিযুক্ত এবং ধর্ষণের শিকার মেয়েটিকে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী জানান, তরুণীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আশিদুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।