দুর্ঘটনা
‘মুরগির খোপে’ বসবাস করা লালবড়ু বেগম মারা গেছেন

পটুয়াখালীতে ‘মুরগির খোপে বসবাস’ করে মানবেতর জীবন কাটানো শতবর্ষী লালবড়ু বেগম আর নেই। বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে দক্ষিণ লাউকাঠি গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
লালবড়ু বেগম দীর্ঘদিন ধরে একটি কাঠের তৈরি পুরনো মুরগির খোপে থাকতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই দুর্বিষহ জীবনচিত্র ভাইরাল হলে ব্যাপক সমালোচনা ও সহমর্মিতা তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে কষ্ট করে মানুষ করেন লালবড়ু বেগম। কিন্তু পরবর্তীতে সন্তানরা নিজেদের সংসারে ব্যস্ত হয়ে পড়ায় তিনি একাকী জীবন যাপন শুরু করেন। জীবনের শেষভাগে এসে দারিদ্র্যই ছিল তার নিত্যসঙ্গী।
তার নাতজামাই মো. আরিফ বলেন, “আমরা চেষ্টা করেছি দাদিকে ভালোভাবে বাঁচাতে। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা বা সুযোগ দিতে পারিনি।”
বৌমা রিনা বেগম বলেন, “তিনি চলাফেরা করতে পারতেন না। আমরা যতটা পেরেছি সেবা করেছি, কিন্তু আমাদের নিজেদেরও মাথা গোঁজার জায়গা নেই।”
বুধবার মাগরিবের নামাজের পর পটুয়াখালী সদর বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন করা হয়।