বাংলাদেশ
কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মাসুদ গ্রেপ্তার

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই দুই শীর্ষ সন্ত্রাসী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের সময় বাসা থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয়দের মধ্যে গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরে এসেছে। বহুদিন ধরে এ দুই সন্ত্রাসীর তাণ্ডবে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
বিস্তারিত আসছে…