অপরাধ
কুষ্টিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মেটন গ্রামে পূর্ব শত্রুতার জেরে জমির উদ্দিন (৪৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মন্ডল পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত অনিক আহমেদ (২৩) একই গ্রামের সোনা খানের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা।
নিহতের ছেলে জিহাদ আলী জানান, তার বাবা মামার বাড়ি যাওয়ার পথে অনিক ও তার সহযোগীরা সিএনজি থামিয়ে কুপিয়ে আহত করে। হাসপাতালে আহত অবস্থায় জমির উদ্দিন হামলাকারীদের পরিচয় জানিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির উদ্দিন জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্রদল নেতা অনিকের সঙ্গে পুরনো শত্রুতা ছিল। এই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।