আন্তর্জাতিক
মার্কিন তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা, কার্যক্রম স্থগিত

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের মার্কিন মালিকানাধীন সারসাং তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে এই হামলা সংঘটিত হয়, যার ফলে তেলক্ষেত্রে বিস্ফোরণ ও আগুন লাগে। হামলার পর মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি সতর্কতার অংশ হিসেবে সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।
কুর্দিস্তানের আঞ্চলিক সরকার এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে এবং তেলক্ষেত্রটি কুর্দিস্তানের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড হিসেবে বর্ণনা করেছে। এর আগেও কুর্দিস্তানের জ্বালানি ও নিরাপত্তা অবকাঠামোর ওপর একাধিক হামলা ঘটেছে।
এ হামলার একদিন আগে পার্শ্ববর্তী আরবিল প্রদেশের বিমানবন্দরে মার্কিন সেনাদের অবস্থানকালে একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে, যা কুর্দিস্তানে নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়িয়েছে।
এইচকেএন এনার্জি জানায়, যতক্ষণ নিরাপত্তা নিশ্চিত হবে ততক্ষণ সারসাং তেলক্ষেত্রে উৎপাদন শুরু হবে না। স্থানীয় সূত্র বলছে, কুর্দিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে সম্প্রতি একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন হামলার ঘটনা ঘটছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে ব্যাপক ঝুঁকিতে ফেলেছে।
মার্কিন স্বার্থ এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তার জন্য এই ধরনের হামলা গভীর উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে।