কুকুরের সঙ্গে ধাক্কায় ধরা পড়ল গাঁজাসহ ব্যবসায়ী - Porikroma News
Connect with us

অপরাধ

কুকুরের সঙ্গে ধাক্কায় ধরা পড়ল গাঁজাসহ ব্যবসায়ী

Published

on

কুকুরের সঙ্গে ধাক্কায় ধরা পড়ল গাঁজাসহ ব্যবসায়ী
সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুকুরের সঙ্গে ধাক্কায় সড়কে গাঁজা ছড়িয়ে পড়লে রিপন সরকার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রিপন সরকার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ণপুর সরকারপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল একটি কুকুরের সঙ্গে ধাক্কা খায়, এবং সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা সড়কে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত জনতা রিপনকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ রিপনকে আটক করে ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আটক রিপন স্বীকার করেছে, সে ৩০ হাজার টাকার বিনিময়ে গাঁজা সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল।” এ ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

Share

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুকুরের সঙ্গে ধাক্কায় সড়কে গাঁজা ছড়িয়ে পড়লে রিপন সরকার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রিপন সরকার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ণপুর সরকারপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল একটি কুকুরের সঙ্গে ধাক্কা খায়, এবং সঙ্গে থাকা ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা সড়কে ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত জনতা রিপনকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ রিপনকে আটক করে ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আটক রিপন স্বীকার করেছে, সে ৩০ হাজার টাকার বিনিময়ে গাঁজা সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল।” এ ঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

Share