রাস্তায় দেয়াল তুলে তারকাঁটা! - Porikroma News
Connect with us

বাংলাদেশ

রাস্তায় দেয়াল তুলে তারকাঁটা!

Published

on

রাস্তায় দেয়াল তুলে তারকাঁটা!
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাস্তায় দেয়াল তুলে তারকাঁটা বসালেন স্থানীয় এক বাসিন্দা। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সরকারি রাস্তার জায়গা দখল করে নিচু দেয়াল নির্মাণ এবং তাতে তীক্ষ্ণ তারকাঁটা বসানোর অভিযোগ উঠেছে হান্নান মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে কসবার গোপিনাথপুর ইউনিয়নের জৈঠুয়ামুড়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, হান্নান মিয়া ইচ্ছাকৃতভাবে রাস্তায় এমন বাধা সৃষ্টি করেছেন যাতে কেউ তার বাড়ির পাশে দিয়ে না চলতে পারে। একাধিক অনুরোধ সত্ত্বেও তিনি রাস্তার জায়গা ছেড়ে দেয়াল নির্মাণ না করে তারকাঁটা বসিয়ে দিয়েছেন।

স্থানীয় যুবক শরীফ হোসেন জানান, “দেয়ালের তারকাঁটায় কিছুদিন আগেই একটি শিশু গুরুতর আহত হয়। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে হান্নান মিয়া বলেন, “আমার মেয়ের মোবাইল চুরি হয়েছে জানালার পাশে থেকে। তাই আমি বাধ্য হয়ে তারকাঁটা বসিয়েছি।”

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, “এ ধরনের নির্মাণ আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”


Share

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সরকারি রাস্তার জায়গা দখল করে নিচু দেয়াল নির্মাণ এবং তাতে তীক্ষ্ণ তারকাঁটা বসানোর অভিযোগ উঠেছে হান্নান মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে কসবার গোপিনাথপুর ইউনিয়নের জৈঠুয়ামুড়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, হান্নান মিয়া ইচ্ছাকৃতভাবে রাস্তায় এমন বাধা সৃষ্টি করেছেন যাতে কেউ তার বাড়ির পাশে দিয়ে না চলতে পারে। একাধিক অনুরোধ সত্ত্বেও তিনি রাস্তার জায়গা ছেড়ে দেয়াল নির্মাণ না করে তারকাঁটা বসিয়ে দিয়েছেন।

স্থানীয় যুবক শরীফ হোসেন জানান, “দেয়ালের তারকাঁটায় কিছুদিন আগেই একটি শিশু গুরুতর আহত হয়। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে হান্নান মিয়া বলেন, “আমার মেয়ের মোবাইল চুরি হয়েছে জানালার পাশে থেকে। তাই আমি বাধ্য হয়ে তারকাঁটা বসিয়েছি।”

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, “এ ধরনের নির্মাণ আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”


Share