বাংলাদেশ
কলমাকান্দা: নির্মাণ শেষ হওয়ার আগেই কালভার্টের সংযোগ সড়ক ধসে পড়ল

স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের দ্বীপপুর গ্রামে সদ্য নির্মিত বক্স কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়তে শুরু করেছে। এখনও ওই কালভার্ট দিয়ে যানবাহন চলাচল শুরু না হলেও আগেই সড়কের এই অবস্থা তৈরি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চিকনটুপ গারামপাড়া থেকে দ্বীপপুর গ্রাম পর্যন্ত খালের উপর নির্মিত ৯.৭৫ মিটার দীর্ঘ বক্স কালভার্টটির দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানির স্রোতে মাটি সরে যাওয়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে। ফলে যানবাহন চলাচলের উপযোগীতা হারিয়েছে কালভার্টটি।
স্থানীয় বাসিন্দা পিটারসন কুবি পিটার বলেন, ‘অনেক আবেদন-নিবেদনের পর এই কালভার্ট নির্মাণ করা হয়েছে। এখন কাজ শেষ হওয়ার আগেই দুই পাশের সড়ক ধসে পড়ছে। দ্রুত মেরামত না করলে এটি আমাদের কোনো উপকারে আসবে না।’
জানা গেছে, ৩৬ লাখ ৫৫ হাজার ১৮ টাকা ব্যয়ে এই বক্স কালভার্ট নির্মাণের কাজ বাস্তবায়ন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। কাজের দায়িত্বে ছিল মদন উপজেলার মেসার্স মীম কনস্ট্রাকশন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে অনিয়ম এবং ত্রুটি রয়েছে। এজন্যই এত দ্রুত সড়ক ধসে পড়েছে।
অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলেও ঠিকাদারকে পাওয়া যায়নি। পরে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হক জানান, ‘নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। কিছুটা ধসের খবর পেয়েছি। দ্রুত মেরামত করা হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান জানান, ‘এই কালভার্টটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’