কলাবাগানে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, একজন গ্রেফতার - Porikroma News
Connect with us

বাংলাদেশ

কলাবাগানে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, একজন গ্রেফতার

Published

on

কলাবাগানে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, একজন গ্রেফতার

রাজধানীর কলাবাগানে এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরাকে ছুরিকাঘাতের ঘটনায় এক ছিনতাইকারীকে চাপাতিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) কলাবাগান থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। রিনা ত্রিপুরা বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি পাড়ার অন্দ্রমনি ত্রিপুরার মেয়ে।

বুধবার রাতেই খাগড়াছড়ি থেকে ঢাকায় আসেন রিনা। ভোরবেলায় ছাত্রীনিবাসের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এ সময় তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে ছিল মূল্যবান জিনিসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র।

গুরুতর আহত অবস্থায় রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশের অভিযানে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে চাপাতিসহ আটক করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় আরও জড়িতদের ধরতে অভিযান চলছে।


Share

রাজধানীর কলাবাগানে এইচএসসি পরীক্ষার্থী রিনা ত্রিপুরাকে ছুরিকাঘাতের ঘটনায় এক ছিনতাইকারীকে চাপাতিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) কলাবাগান থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। রিনা ত্রিপুরা বান্দরবানের থানচি উপজেলার বিদ্যামনি পাড়ার অন্দ্রমনি ত্রিপুরার মেয়ে।

বুধবার রাতেই খাগড়াছড়ি থেকে ঢাকায় আসেন রিনা। ভোরবেলায় ছাত্রীনিবাসের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এ সময় তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা দুটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে ছিল মূল্যবান জিনিসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র।

গুরুতর আহত অবস্থায় রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশের অভিযানে সন্দেহভাজন এক ছিনতাইকারীকে চাপাতিসহ আটক করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় আরও জড়িতদের ধরতে অভিযান চলছে।


Share