শিক্ষা
কিশোরগঞ্জে দুটি কলেজের নাম পরিবর্তন

কিশোরগঞ্জ জেলার দুটি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইটনা উপজেলার ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘ইটনা সরকারি কলেজ’ করা হয়েছে। কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্ট কলেজগুলোর সব নথি ও রেকর্ডে নতুন নাম ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
নতুন নামের ইংরেজি রূপ: ITNA GOVT. COLLEGE (EIIN-110345), ITNA, KISHOREGONJ।
এছাড়া, ভৈরব উপজেলার ‘সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’ রাখা হয়েছে।
নতুন নামের ইংরেজি রূপ: BHAIRAB GOVT. MOHILA COLLEGE (EIIN-110289), BHAIRAB, KISHOREGONJ।