ভাতের লোভে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের - Porikroma News
Connect with us

অপরাধ

ভাতের লোভে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের

Published

on

ভাতের লোভে ডেকে নিয়ে বলাৎকার, প্রাণ গেল কিশোরের
কমলাপুর রেলস্টেশন। ছবি : সংগৃহীত

একদিন অনাহারে থাকার পর বাড়ি ফেরার আশায় কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল ১২ বছরের এক কিশোর। দুরুদুরু বুকে জানতে চায়, “বরিশালের ট্রেন কখন ছাড়বে?” এই প্রশ্নের সূত্র ধরে পরিচয় হয় দুই যুবকের সঙ্গে। তারা কিশোরকে খাবারের লোভ দেখিয়ে সঙ্গে নেয়।

পরদিন রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলের কক্ষে সেই কিশোরের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার হয়। গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল।

পিবিআই জানায়, আল আমিন (৩৪) নামে এক মাদকাসক্ত যুবককে টঙ্গী রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার সঙ্গে ছিল আরেক মাদকাসক্ত সাদ্দাম। তারা মিলে কিশোরকে পালাক্রমে বলাৎকার করে।

পরের দিন সকালে আবার নির্যাতনের চেষ্টা করলে কিশোর বাধা দেয়। এরপর শুরু হয় নির্মম মারধর—শেষ পর্যন্ত প্রাণ হারায় সেই ক্ষুধার্ত কিশোর।

পিবিআই এখনো কিশোরের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তার বাড়ি বরিশাল জেলায়। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ প্রোফাইল তৈরি করে অনুসন্ধান চলছে।

Share

একদিন অনাহারে থাকার পর বাড়ি ফেরার আশায় কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল ১২ বছরের এক কিশোর। দুরুদুরু বুকে জানতে চায়, “বরিশালের ট্রেন কখন ছাড়বে?” এই প্রশ্নের সূত্র ধরে পরিচয় হয় দুই যুবকের সঙ্গে। তারা কিশোরকে খাবারের লোভ দেখিয়ে সঙ্গে নেয়।

পরদিন রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলের কক্ষে সেই কিশোরের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার হয়। গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল।

পিবিআই জানায়, আল আমিন (৩৪) নামে এক মাদকাসক্ত যুবককে টঙ্গী রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার সঙ্গে ছিল আরেক মাদকাসক্ত সাদ্দাম। তারা মিলে কিশোরকে পালাক্রমে বলাৎকার করে।

পরের দিন সকালে আবার নির্যাতনের চেষ্টা করলে কিশোর বাধা দেয়। এরপর শুরু হয় নির্মম মারধর—শেষ পর্যন্ত প্রাণ হারায় সেই ক্ষুধার্ত কিশোর।

পিবিআই এখনো কিশোরের পরিচয় নিশ্চিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তার বাড়ি বরিশাল জেলায়। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ প্রোফাইল তৈরি করে অনুসন্ধান চলছে।

Share