Connect with us

অপরাধ

খুলনা মেডিকেলের পরিচালককে হুমকি অভিযোগ বিএনপি নেতার

Published

on

হাসপাতালের পরিচালককে বিএনপি নেতার হুমকি দেওয়ার দৃশ্য।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোটরসাইকেল গ্যারেজ ইজারা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। টেন্ডার ছাড়াই পছন্দের লোককে ইজারা পাইয়ে দিতে পরিচালক ডা. মোহসীন আলী ফরাজীকে গালাগাল ও হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী পরিচালকের কক্ষে ঢুকে এ ঘটনা ঘটান। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেল গ্যারেজ ইজারা নিয়ে দাবি মানতে রাজি না হওয়ায় আসাদ ক্ষিপ্ত হয়ে বলেন, ‘১৬ বছর আওয়ামী লীগ পিটাইছি, তোরও একই অবস্থা করব।’

পরিচালক ডা. মোহসীন আলী ফরাজী বলেন, ‘‘আমি মিটিং করছিলাম। মোবাইলে উচ্চস্বরে কথা বলছিলেন এক নেতা, বললাম আস্তে কথা বলেন। তখনই হুমকি দেন ও গালাগাল করেন। বিষয়টি নিয়ে আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’’

অন্যদিকে আসাদুজ্জামান আসাদ দাবি করেছেন, তিনি সেখানে রোগী দেখতে গিয়েছিলেন এবং কোনো হুমকি বা গ্যারেজ নিয়ে কথাই হয়নি।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে অন্তিকা এন্টারপ্রাইজ গ্যারেজটির ইজারা নিয়ে পরিচালনা করছে। মেয়াদ না থাকায় নতুন করে ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Share

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোটরসাইকেল গ্যারেজ ইজারা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। টেন্ডার ছাড়াই পছন্দের লোককে ইজারা পাইয়ে দিতে পরিচালক ডা. মোহসীন আলী ফরাজীকে গালাগাল ও হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী পরিচালকের কক্ষে ঢুকে এ ঘটনা ঘটান। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেল গ্যারেজ ইজারা নিয়ে দাবি মানতে রাজি না হওয়ায় আসাদ ক্ষিপ্ত হয়ে বলেন, ‘১৬ বছর আওয়ামী লীগ পিটাইছি, তোরও একই অবস্থা করব।’

পরিচালক ডা. মোহসীন আলী ফরাজী বলেন, ‘‘আমি মিটিং করছিলাম। মোবাইলে উচ্চস্বরে কথা বলছিলেন এক নেতা, বললাম আস্তে কথা বলেন। তখনই হুমকি দেন ও গালাগাল করেন। বিষয়টি নিয়ে আমি নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’’

অন্যদিকে আসাদুজ্জামান আসাদ দাবি করেছেন, তিনি সেখানে রোগী দেখতে গিয়েছিলেন এবং কোনো হুমকি বা গ্যারেজ নিয়ে কথাই হয়নি।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে অন্তিকা এন্টারপ্রাইজ গ্যারেজটির ইজারা নিয়ে পরিচালনা করছে। মেয়াদ না থাকায় নতুন করে ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Share