বাংলাদেশ
কেএমপি কমিশনার অপসারণ আন্দোলনে বিভক্তি খুলনায়

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে চলমান আন্দোলনে বিভক্তি দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ আন্দোলন চালিয়ে গেলেও, অপর অংশ দাবি করেছে, এসআই সুকান্ত গ্রেপ্তার হওয়ায় আন্দোলনের মূল দাবি পূরণ হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আটটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা কেএমপি কমিশনার অপসারণ কিংবা জুলাই মাসব্যাপী মেলার অনুমতির পক্ষে নয়। সংগঠনগুলো হলো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রেড জুলাই, জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স, জাস্টিস ফর জুলাই, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, রঙমশাল ও পুসাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি জানিয়েছেন, কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সোমবারও তারা বৃষ্টির মধ্যে কেএমপি সদর দপ্তর, সোনাডাঙ্গা ও খালিশপুরের উপ-পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, জুলাই মাসব্যাপী কর্মসূচির বিষয়ে আইন-শৃঙ্খলা কমিটির ২ জুলাইয়ের বৈঠকের সিদ্ধান্তের আগে অনুমতি দেওয়া সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার।