জাতীয়
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতির দিন যাপন ভিক্ষা করে

টাঙ্গাইলের গোপালপুরে বসবাস করেন বৃদ্ধ দম্পতি খোকা (৬০) ও খুকি (৬৫)। ছোটবেলায় খোকা দুনিয়ার রঙ দেখতে পেতেন, কিন্তু মাত্র ছয়-সাত বছর বয়সে এক অজানা রোগে তিনি দৃষ্টি হারান। সেই অন্ধত্ব সারাজীবনের সঙ্গী হয়ে দাঁড়ায়।
অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে খোকাকে অন্ধ জেনে তার মামার অনুরোধে খুকি বিয়ে করেন। বিয়ের পরদিন থেকেই খুকি স্বামীর হাত ধরে পুরো গোপালপুর শহর ঘুরে ভিক্ষা করতে শুরু করেন। আজও খুকি পরম মায়ার হাত ধরে তার পাশে রয়েছেন।
বয়সের ভারে খুকির শরীর এখন আর আগের মতো চলতে পারে না। সকাল ১০টায় তারা বাড়ি থেকে বের হন, সন্ধ্যা পর্যন্ত শহরে ঘুরে ভিক্ষা করেন, এবং রাত ৯টার পর ছোট্ট ভাঙা ঘরে ফিরে আসে। খুকি রান্না করে খোকার জন্য খাবার তুলে দেন।
খোকার আসল নাম জানা নেই; মানুষ তাকে ‘খোকা’ নামেই ডাকেন। দাম্পত্য জীবনে এক সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু অকালেই সে মারা যায়।
সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তায়, হয়তো বদলে দেওয়া সম্ভব এই অসহায় দম্পতির শেষ জীবন।