খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকীর - Porikroma News
Connect with us

বাংলাদেশ

খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকীর

Published

on

খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকীর
বেগম খালেদা জিয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশ’ এর রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন এক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। তার মতে, খালেদা জিয়ার হাতেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা সুরক্ষিত থাকবে।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। সেখানে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।’

এর আগে আরেকটি পোস্টে পিনাকী লেখেন, ‘চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।’

পিনাকীর এই প্রস্তাব ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন। অন্যদিকে, কেউ কেউ এটিকে রাজনৈতিক উত্তাপ সৃষ্টিকারী মন্তব্য হিসেবেও দেখছেন।

Share

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘নতুন বাংলাদেশ’ এর রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন এক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। তার মতে, খালেদা জিয়ার হাতেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা সুরক্ষিত থাকবে।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। সেখানে বেগম খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।’

এর আগে আরেকটি পোস্টে পিনাকী লেখেন, ‘চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।’

পিনাকীর এই প্রস্তাব ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে সময়োপযোগী বলে আখ্যা দিচ্ছেন। অন্যদিকে, কেউ কেউ এটিকে রাজনৈতিক উত্তাপ সৃষ্টিকারী মন্তব্য হিসেবেও দেখছেন।

Share