আন্তর্জাতিক
খালেদা জিয়ার লন্ডন ভিসার জন্য আবেদন

ফলোআপ চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যেকোনো সময় লন্ডনে যেতে হতে পারে এমন প্রেক্ষাপটে তার পুরনো ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে মাল্টিপল ভিসার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তাও চেয়েছে বিএনপি।
খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ম্যাডামের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন মাল্টিপল ভিসার আবেদন করা হয়েছে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “লন্ডনে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বা আলোচনা হয়নি।”
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। এর মধ্যে ২০২১ সালে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। চিকিৎসকরা তার বিদেশে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিলেও তৎকালীন সরকার অনুমতি দেয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি হয় এবং ৮ জানুয়ারি তিনি কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং ফলোআপ চিকিৎসা চলতে থাকে।
চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন এবং বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের অধীনে চিকিৎসাধীন। সম্প্রতি তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটলে ২৩ জুলাই রাতে হাসপাতালে নেওয়া হয়। এরপর ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে আবারও লন্ডনে নেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় মাল্টিপল ভিসার আবেদন করা হয়েছে।