সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

Published

on

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে
এ বি এম খায়রুল হক। পুরোনো ছবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল কর্মী আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।

এর আগে ডিবির সাদা মাইক্রোবাসে করে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। বিএনপিপন্থি আইনজীবীরা এসময় ক্ষোভ জানিয়ে স্লোগান দেন। শুনানিতে যাত্রাবাড়ী থানার পুলিশ কর্মকর্তা আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। জামিন আবেদন খারিজ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খায়রুল হককে এদিন সকালে ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের বাবা আলাউদ্দিন এ ঘটনায় ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়, যার মধ্যে খায়রুল হক অন্যতম।

প্রসঙ্গত, খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় আরও দুটি মামলা রয়েছে। তিনি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ছিলেন এবং তার বেঞ্চের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়।

Share

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল কর্মী আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।

এর আগে ডিবির সাদা মাইক্রোবাসে করে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। বিএনপিপন্থি আইনজীবীরা এসময় ক্ষোভ জানিয়ে স্লোগান দেন। শুনানিতে যাত্রাবাড়ী থানার পুলিশ কর্মকর্তা আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। জামিন আবেদন খারিজ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খায়রুল হককে এদিন সকালে ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের বাবা আলাউদ্দিন এ ঘটনায় ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়, যার মধ্যে খায়রুল হক অন্যতম।

প্রসঙ্গত, খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় আরও দুটি মামলা রয়েছে। তিনি ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশের প্রধান বিচারপতি ছিলেন এবং তার বেঞ্চের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়।

Share