বাংলাদেশ
কেরানীগঞ্জে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন:
- ডা. শাহিনুর ইসলাম, সভাপতি, তাতীলীগ (কেরানীগঞ্জ মডেল থানা)
- সিরাজুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড, জিঞ্জিরা ইউনিয়ন আওয়ামী লীগ
- প্রিন্স মাহমুদ নাঈম, সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড, কালিন্দী স্বেচ্ছাসেবক লীগ
- নওশাদ আহমেদ, সদস্য, রুহিতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ
- আ. মজিদ, সদস্য, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ
- ফরিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নং ওয়ার্ড, শাক্তা ইউনিয়ন শ্রমিক লীগ
- সেলিম মিয়া, সহসভাপতি, ১ নং ওয়ার্ড, শাক্তা ইউনিয়ন যুবলীগ
- তাসদিদ মাহমুদ নিলয়, সভাপতি, ৭ নং ওয়ার্ড, তারানগর ইউনিয়ন ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন)
তাদেরকে কেরানীগঞ্জ মডেল থানার বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:
- মো. সুমন, সভাপতি, ৬ নং ওয়ার্ড, কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ
- মোজাম্মেল হক মুন্না, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কোন্ডা ইউনিয়ন যুবলীগ
- মো. জাহাঙ্গীর মিয়া, সভাপতি, ৪ নং ওয়ার্ড, তেঘরিয়া কৃষক লীগ
- মো. খোরশেদ, সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ড, তেঘরিয়া কৃষক লীগ
পুলিশ জানিয়েছে, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।এদের দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখানে হয়েছে ।
এ ব্যপারে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলম জানান, আজ সোমবার গ্রেপ্তারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। দুটি থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।