নেত্রকোনার কেন্দুয়ায় বাসা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৮ - Porikroma News
Connect with us

অপরাধ

নেত্রকোনার কেন্দুয়ায় বাসা দখল নিয়ে সংঘর্ষ, আহত ৮

Published

on

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজের বাসা থেকে দখলদার উচ্ছেদ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১০ মে) দুপুরে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি বাসা দখল নিয়ে বিরোধ চলছিল। গতকাল দখলদারকে উচ্ছেদ করতে গেলে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়।

এতে দুই পক্ষের রনি, জনি, আবুল কাশেম, আলম, সুজনসহ অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আলমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বিস্তারিত আরও জানুন দৈনিক পরিক্রমা NEWS-এ।

Share

নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজের বাসা থেকে দখলদার উচ্ছেদ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১০ মে) দুপুরে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি বাসা দখল নিয়ে বিরোধ চলছিল। গতকাল দখলদারকে উচ্ছেদ করতে গেলে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়।

এতে দুই পক্ষের রনি, জনি, আবুল কাশেম, আলম, সুজনসহ অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত আলমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে বিস্তারিত আরও জানুন দৈনিক পরিক্রমা NEWS-এ।

Share