কাজিপুরে মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

কাজিপুরে মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

Published

on

কাজিপুরে মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জীবন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার বড়ইতলি বাসট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জীবন আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে এবং কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ছাত্র ছিলেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকালে প্রাইভেট পড়াতে যাওয়ার পথে মো. জীবনের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহতরা হলেন মেঘাই গ্রামের সোহেল রানা (৪২) ও আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Share

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জীবন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার বড়ইতলি বাসট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জীবন আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে এবং কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ছাত্র ছিলেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকালে প্রাইভেট পড়াতে যাওয়ার পথে মো. জীবনের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহতরা হলেন মেঘাই গ্রামের সোহেল রানা (৪২) ও আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Share