পাকিস্তান - ভারত
কাশ্মীর ইস্যুতে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত

কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তবর্তী সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত। তবে সরকারিভাবে এই তথ্য গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।
সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে ২৫০-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য স্বীকার করেনি।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন তিনজন রাফাল পাইলট, ভারতীয় বিমানবাহিনীর সাত সদস্য, ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের পাঁচ সেনা, ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের নয় সদস্য এবং আদমপুর বিমানঘাঁটির এস-৪০০ ইউনিটের পাঁচ অপারেটর।
এছাড়া রাফাল জেটের ক্ষতি এবং কৌশলগত ঘাঁটি ধ্বংসের বিষয়েও শুরুতে ভারত সরকার মুখ না খুললেও পরবর্তীতে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা তা স্বীকার করতে বাধ্য হন।
নিহত সেনাদের পরিবারকেও চাপ প্রয়োগ করা হচ্ছে, যেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার না করে।
পাকিস্তানি মিডিয়া জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও স্বাধীন ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করছে।
পর্যবেক্ষকরা বলছেন, একদিকে যুদ্ধে পরাজয় আর অন্যদিকে তথ্য সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারত সরকার।
এ নিয়ে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম-মারসুস’-এর সফলতার দাবি এবং যুদ্ধ পরিস্থিতিতে সত্য আড়াল করার প্রচেষ্টায় ভারত সরকারের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে।