আন্তর্জাতিক
কারিগরি ত্রুটিতে কঠোর সিদ্ধান্ত নিল বিমান

সম্প্রতি বিমানের কিছু ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব ঘটনায় একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-আবুধাবি ফ্লাইটে টয়লেট ফ্লাশ সংক্রান্ত ঘটনার তদন্ত চলছে। এছাড়া গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব কারিগরি সমস্যার পর্যালোচনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিটি ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড ও অপারেশনাল প্রসেস পর্যালোচনা করে মূল কারণ খুঁজে বের করবে এবং কারও অবহেলা পাওয়া গেলে দায় নির্ধারণ করবে।
ইতিমধ্যে দায়বদ্ধতা নিশ্চিত করতে দুজন কর্মকর্তাকে বদলি, আরও কয়েকজনকে পরিবর্তন এবং একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। অন্য একজন প্রকৌশলী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিমানের কারিগরি সক্ষমতা বাড়াতে জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম, আবুধাবি ও শারজাহসহ বিভিন্ন আউটস্টেশনে অতিরিক্ত চাকা মজুত রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি জেদ্দায় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনা তদন্তে পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮ আগস্ট থেকে রাত্রিকালীন বিশেষ রক্ষণাবেক্ষণ শিফট চালু করা হয়েছে। একই সঙ্গে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে এবং বোয়িংয়ের সঙ্গে কম্পোনেন্ট সার্ভিসেস প্রোগ্রাম পুনর্বিবেচনা করা হচ্ছে। এছাড়া প্রকৌশলীদের রি-কারেন্ট প্রশিক্ষণ ও নতুন অ্যাপ্রেন্টিস মেকানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
যাত্রী সুরক্ষা ও আস্থা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে প্রযুক্তিগত সক্ষমতা জোরদারে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।