ইতিহাস
কারবালার হৃদয়বিদারক ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ

কারবালার ঘটনা মুসলিম ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। ৬১ হিজরির ১০ মহররম ইসলামের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর ২৩ জন আহলে বাইত সদস্য ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন।
৫৬ হিজরিতে আমির মুয়াবিয়া (রা.) তাঁর পুত্র ইয়াজিদকে উত্তরসূরি মনোনীত করে তার জন্য বাইয়াত গ্রহণ শুরু করেন। তবে ইমাম হোসাইন (রা.), আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.), আবদুল্লাহ ইবনে উমর (রা.)সহ কয়েকজন সাহাবি বাইয়াত দিতে অস্বীকার করেন।
৬০ হিজরিতে মুয়াবিয়া (রা.)-এর ইন্তেকালের পর ইয়াজিদ শাসনভার গ্রহণ করে প্রত্যাখ্যানকারীদের ওপর কঠোর চাপ প্রয়োগের নির্দেশ দেন। ফলে ইমাম হোসাইন (রা.) ও আবদুল্লাহ ইবনে জুবাইর (রা.) মদিনা থেকে মক্কায় চলে যান।
ইতিহাসবিদদের মতে, তাঁদের এই অবস্থানের মূল কারণ ছিল রাজতন্ত্র বিলুপ্ত করে খোলাফায়ে রাশিদিনের ন্যায় শুরাভিত্তিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা।
পরবর্তীতে কুফাবাসীদের আমন্ত্রণে ইমাম হোসাইন (রা.) কারবালার উদ্দেশ্যে রওনা হন। সেখানে ইয়াজিদের সেনাবাহিনী তাঁকে অবরুদ্ধ করে। আশুরার দিনে ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবার নির্মমভাবে শহীদ হন।
এই হৃদয়বিদারক ঘটনা মুসলিম জাতির ইতিহাসে চিরদিনের জন্য শোকাবহ ও শিক্ষা গ্রহণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।