ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সেমিনার - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সেমিনার

Published

on

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সেমিনার। ‘বিদ্রোহ থেকে বিনির্মাণের এক বছর: জুলাই গণ-অভ্যুত্থান, গণতান্ত্রিক সম্ভাবনা ও আমাদের দায়’ শীর্ষক এই সেমিনার আয়োজিত হয় বৃহস্পতিবার (৩ জুলাই) মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে।

মাসব্যাপী সেমিনার সিরিজের প্রথম আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস

উপাচার্য বলেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য অনিবার্য সংগ্রাম। এই চেতনা বাঁচিয়ে রাখতে এবং গণতান্ত্রিক রূপান্তরের জন্য একাডেমিক প্ল্যাটফর্মগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মূল প্রবন্ধে অধ্যাপক মারুফুল ইসলাম বলেন, ‘বিগত এক ফ্যাসিবাদী শাসনের পতনের মাধ্যমে এই অভ্যুত্থান শুধু সরকারের নয়, জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণ।’

তিনি আন্দোলনে যুব নেতৃত্বের ভূমিকা, রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক ন্যায্যতা, গণমাধ্যমের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সেমিনার। ‘বিদ্রোহ থেকে বিনির্মাণের এক বছর: জুলাই গণ-অভ্যুত্থান, গণতান্ত্রিক সম্ভাবনা ও আমাদের দায়’ শীর্ষক এই সেমিনার আয়োজিত হয় বৃহস্পতিবার (৩ জুলাই) মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে।

মাসব্যাপী সেমিনার সিরিজের প্রথম আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস

উপাচার্য বলেন, ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য অনিবার্য সংগ্রাম। এই চেতনা বাঁচিয়ে রাখতে এবং গণতান্ত্রিক রূপান্তরের জন্য একাডেমিক প্ল্যাটফর্মগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।’

মূল প্রবন্ধে অধ্যাপক মারুফুল ইসলাম বলেন, ‘বিগত এক ফ্যাসিবাদী শাসনের পতনের মাধ্যমে এই অভ্যুত্থান শুধু সরকারের নয়, জাতির গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণ।’

তিনি আন্দোলনে যুব নেতৃত্বের ভূমিকা, রাজনৈতিক ঐক্য, অর্থনৈতিক ন্যায্যতা, গণমাধ্যমের স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Share